আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে খেলাফত মজলিস

আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে খেলাফত মজলিস

দলের মহাসচিব মামুনুল হকের মুক্তির জন্য ও ভারতকে ট্রানজিট ব্যবহারের অনুমতি বাতিলসহ চার দফা দাবিতে গণমিছিলের আয়োজন করেছিল খেলাফত মজলিস। একই সঙ্গে তারা জানিয়েছে দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেছেন, দলীয় সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না খেলাফত মজলিস। শুক্রবার (১৯ মে) জাতীয় মসজিদ বাইতুল মোকারমে বাদ জুমা খেলাফতে মজলিস আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে মাওলানা জালাল উদ্দিন আহমেদ এ কথা বলেন।

দলটির মহাসচিব মামুনুল হকের মুক্তির জন্য ও ভারতকে ট্রানজিট ব্যবহারের অনুমতি বাতিলসহ চার দফা দাবিতে গণমিছিলের আয়োজন করা হয়। তবে, পুলিশের অনুমতি না পাওয়ায় বিক্ষোভ সমাবেশের মধ্যদিয়ে শেষ হয় খেলাফত মজলিসের গণমিছিল কর্মসূচি।

জাতীয় মসজিদ বাইতুল মোকারমে বাদজুমা খেলাফতে মজলিস আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে মাওলানা জালাল উদ্দিন আহমেদ বলেন, বিদেশিদের খুশি করতে মামুনুল হককে কারাগারে রাখা হয়েছে।

এসময় পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেনের সমালোচনা করে মাওলানা জালাল উদ্দিন বলেন, ক্ষমতায় থাকার জন্য ভারতকে ট্রানজিট ব্যবহার করতে দিয়েছে সরকার। সমাবেশে সংগঠনের আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী বলেন, দেশের সম্পদ ধ্বংস করছে আওয়ামী লীগ সরকার। বিদেশিদের খুশি করতে মামুনুল হককে কারাগারে রাখা হয়েছে।

তিনি বলেন, সরকার ১৮ কোটি মানুষের সাথে শত্রুতা করছে। দ্রব্যমূল্যের দাম নিয়ে সাধারণ মানুষকে সরকার ধোকা দিচ্ছে বলেও সমালোচনা করেন খেলাফতে মজলিসের আমীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *