আগুনে সব পুড়ে গেলেও পোড়েনি হাদিসের ব্যাখ্যাগ্রন্থ!

আগুনে সব পুড়ে গেলেও পোড়েনি হাদিসের ব্যাখ্যাগ্রন্থ!

আগুনে বঙ্গবাজারসহ আশপাশের ৬টি মার্কেটের ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুড়ে গেছে মার্কেটের প্রায় সব কাপড়। কাঠ আর টিন দিয়ে তৈরি বঙ্গবাজার পুড়ে এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আগুনে সব পুড়লেও আশ্চর্যজনকভাবে পোড়েনি ইমাম আবু হানিফা (রহঃ)-এর অনুসারী বদরুদ্দিন আল আইনি রচিত ছহিহ্ বুখারি শরিফের ব্যাখ্যামূলক গ্রন্থ উমদাতুল কারী কিতাবটি।

পোড়া ধ্বংসস্তূপের মালামাল সরাতে গিয়ে মার্কেটের নামাজ ঘরে ব্যবসায়ীরা ওই কিতাবটি দেখতে পান। কিতাবটি হাতে নিয়ে দেখেন আগুনের তাপে তা গরম হলেও কোনও অংশ পুড়েনি।

বঙ্গবাজারে আগুন লাগার খবর ফায়ার সার্ভিস পায় মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে। পরে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকেই পুরো বঙ্গবাজার এলাকার দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *