ও মদিনার মাটিরে গজলের লিরিক্স। কলরবের গজল। জুবায়ের আহমেদ তাশরিফ

ও মদিনার মাটিরে গজলের লিরিক্স। কলরবের গজল। জুবায়ের আহমেদ তাশরিফ

গজলঃ ও মদিনার মাটিরে
শিল্পীঃ জুবায়ের আহমেদ তাশরিফ
কথা ও সুরঃ সংগৃহীত

ও মদিনার মাটিরে
সকল সুখ বুঝি তোর কপালে।২
ও মদিনা রে…
তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই
যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন।
কাঁদি আমি সারাক্ষণই কখন যাবো সেখানে।২
সহেনা সহেনা আর প’রাণে।

ও মদিনার মাটিরে
সকল সুখ বুঝি তোর কপালে।

ও মদিনারে……
পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি
থাকতনা মনের কোন যাতনা।
দেহে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার।২
কেমনে, কেমনে যাবো সে’খানে।

ও মদিনার মাটিরে
সকল সুখ বুঝি তোর কপালে।

ও মদিনারে…
তোর কাছে গেলে আমি, কত সুখি হতাম জানি
তোরে আমি বুঝাইব কেমনে।
রওজা মোবারক যেয়ে, নবীজিকে সালাম দিয়ে।২
বলিতাম, বলিতাম মনের বা’সনা।

ও মদিনার মাটিরে
সকল সুখ বুঝি তোর কপালে।২

ও মদিনার মাটিরে , শুনুন/দেখুন সরাসরি হলি স্টেপ ইউটিউব চ্যানেল থেকে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *