কতটুকু সম্পদ থাকলে হজ্জ ফরজ হয়

কতটুকু সম্পদ থাকলে হজ্জ ফরজ হয়

প্রশ্ন : আমি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। অবসরভাতা বাবদ কিছু টাকা আমার কাছে আছে তবে আমার কিছু ঋণও আছি। আমার জানার বিষয় হলো কতটুকু সম্পদ থাকলে হজ্জ ফরজ হয় এবং ঋণ থাকলেও কি হজ্জ ফরজ হয় কিনা?

উত্তর : পাঁচটি শর্ত পাওয়া গেলে একজন মানুষের জন্য হজ্জ ফরজ হয়। শর্তগুলো হলো- মুসলমান হওয়া, মানসিকভাবে সুস্থ হওয়া, সাবালক হওয়া, স্বাধীন হওয়া এবং সামর্থ্য থাকা।

পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, ‘এই ঘরে হজ্জ করা মানুষের ওপর আল্লাহর প্রাপ্য; যে লোকের সামর্থ্য রয়েছে এ পর্যন্ত পৌঁছার।’ (সূরা আল ইমরান : ৯৭)।

আয়াতে সামর্থ্য বলতে শারীরিক ও আর্থিক দুই ধরনের সক্ষমতাকেই বোঝানো হয়েছে। হজ্জ ফরজ হওয়ার জন্য মক্কায় গিয়ে হজ্জের বিধান পালনের মতো সুস্থতা থাকতে হবে। পাশাপাশি নিজের মৌলিক খরচ বাদে হজ্জের মৌসুমে মক্কায় যাওয়া-আসা-থাকার একান্ত প্রয়োজনীয় খরচ এবং এ সময়ে পরিবারের ভরণপোষণের প্রয়োজনীয় খরচ জমা থাকলে হজ্জ ফরজ হয়। ঋণগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে ঋণ পরিশোধ প্রাধান্য পাবে। ঋণ থাকলে এবং যে টাকা জমা আছে তা দিয়ে ঋণ ও হজ্জ দুটিই আদায় করতে না পারলে হজ্জ ফরজ হবে না।

সূত্র : আল-শারহুল মুমতি : ৭/৫-২৮

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *