তীব্র তাপদাহ এবং বৃষ্টি না হওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষের জীবন। শুধু মানুষ নয় এর প্রভাব পড়ছে ফসল থেকে শুরু করে পশু-পাখিদের উপরও। আর তাই বৃষ্টি কামনা করে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে কুমিল্লা নগরীতে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে প্রচণ্ড তাপদাহ, অনাবৃষ্টি ও খরা থেকে বাঁচতে কুমিল্লা ওলামায়ে কোরামের উদ্যোগে বৃষ্টি কামনায় নগরীর রেইসকোর্সে অবস্থিত নূর মসজিদ তাবলীগ মার্কাজে এই নামাজের আয়োজন করা হয়।
এতে শত শত মুসল্লি বিশেষ জামাতে অংশ নিয়ে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজ শেষে তারা বৃষ্টি কামনা করে মোনাজাতে অংশ নেন। মোনাজাত পরিচালনা করেন মুফতি ছামসুল ইসলাম জ্বিলানী। এসময় দুই রাকাত নামাজ, খুতবা আদায় এবং বিশেষ মোনাজাত করা হয়।