কুড়িগ্রামে চরমোনাইয়ের ৩ দিনব্যাপী ইজতেমা শুরু আগামীকাল (২২ ডি‌সেম্বর)

কুড়িগ্রামে চরমোনাইয়ের ৩ দিনব্যাপী ইজতেমা শুরু আগামীকাল (২২ ডি‌সেম্বর)

কুড়িগ্রাম শহরের পূর্বপান্তে ধরলা সেতুর পূর্বপাড়ে ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে আগামীকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে চরমোনাইয়ের ইজতেমা। বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে তিন দিনব্যাপী ইজতেমার আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইজতেমায় আগামীকাল (বৃহস্পতিবার) জোহরের নামাজ পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ইজতেমা উদ্বোধন করবেন। আগামী রবিবার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে।

জানা যায়, তিন দিনব্যাপী এ ইজতেমায় চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমসহ দেশ বরেণ্য আলেম-ওলামা বয়ান করবেন। ইজতেমা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইজতেমা আয়োজক কমিটির দায়িত্বে থাকা আসাদুজ্জামান রিপন বলেন, ‘শৃঙ্খলা রক্ষায় ইজতেমা প্রাঙ্গণে তিন শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করছেন। বুধবার থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন।

মুসল্লিদের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিক্যাল চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মুসল্লিরা নিজ ব্যবস্থাপনায় যাতে খাবারের আয়োজন করতে পারেন, সেই সুবিধাও রাখা হয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে তিন দিনের ইজতেমা সম্পন্ন হবে।’

ইজতেমার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ইজতেমার নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি থাকবে। এছাড়া নিয়মিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে।”

Source : Our Islam

সম্মানিত পাঠক, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম

Please Follow US – Halaltune.com | Facebook 

Please Subscribe US – Halal Tune Blog | Youtube

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *