কোরআন অবমাননার দায়ে ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

কোরআন অবমাননার দায়ে ইরানে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (৮ মে) দেশটির বিচার বিভাগসংক্রান্ত ওয়েবসাইট মিজানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসলাম ধর্ম, মহানবি এবং পবিত্র কোরআন অবমাননার অভিযোগে ইউসুফ মেহরদাদ ও সদরুল্লাহ ফাজেলি জারে নামে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই দুই ব্যক্তি ইসলাম বিদ্বেষ, নাস্তিকতার প্রচার এবং পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার জন্য ধর্মবিরোধী কয়েক ডজন অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করেছিলেন।

২০২১ সালের মার্চে ওই দুই ব্যক্তির একজন সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য প্রকাশ করার কথা স্বীকার করেন বলে জানিয়েছে মিজান। তবে মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইরানে জোরপূর্বক এ ধরনের স্বীকারোক্তি আদায় করা হয়।

ইরানে কোরআন অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকরের এই ঘটনায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সূত্র: রয়টার্স, এএফপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *