খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

খুলনা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র জমা

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা সিটি মেয়র প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

আজ রোববার (১৪ মে) দুপুর ১২ টায় খুলনা নূরনগর নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিন এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন পরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, সহকারি নির্বাচন পরিচালক মুফতি আমানুল্লাহ, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট শেখ হাসান ওবায়দুল করিম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ আবু গালিব, সহকারী মিডিয়া সমন্বয়কারী মিরাজ আল সাদী।

জমাদানের পরে মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিডিয়ার মুখোমুখিতে বলেন, আমরা আশা করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা করবেন, নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের একটি প্রতিবাদ, এই প্রতিবাদের মাধ্যমে আমরা দেখতে চাই সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করবে বলে আমরা আশা করি।

সাথে সাথে এটাও বলতে চাই যেহেতু সরকার আগামী জাতীয় নির্বাচন ব্যালটের মাধ্যমে করবে। আমরা চাই সিটি কর্পোরেশন নির্বাচনেও ব্যালট এর মাধ্যমে অনুষ্ঠিত হোক কারণ ইভিএম একটি সূক্ষ্ম কারচুপি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স এর মাধ্যমে কারচুপি হওয়ার সম্ভাবনা থাকে এবং দেশের মানুষ এর প্রতি আস্থাশীল নয়। তিনি সুন্দর ও আধুনিক নগরী গড়ে তোলার জন্য হাতপাখা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *