চোখের সামনে মেঘনার জলে তলিয়ে গেল হাফেজ আদিবুর, মিলছে না সন্ধান

চোখের সামনে মেঘনার জলে তলিয়ে গেল হাফেজ আদিবুর, মিলছে না সন্ধান

চাঁদপুরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে গতকাল মঙ্গলবার নিখোঁজ হয়েছে মাদরাসাছাত্র হাফেজ আদিবুর রহমান (১৬)। আজ বুধবার বিকেল ৩টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে আদিবুর তার বড় ভাইসহ কয়েকজনের সঙ্গে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া এলাকার মেঘনা নদীতে গোসল করতে যায়। কিন্তু সাঁতার না জানার কারণে সঙ্গীদের চোখের সামনে নদীর পানিতে তলিয়ে যায় সে।

এ ঘটনার পর থেকে স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা আদিবুরের সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছেন। কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আদিবুরের বড় ভাই আশিকুর রহমান জানান, পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলায় তাদের বাড়ি। তারা সবাই নারায়ণগঞ্জে থাকেন। ঈদের পরে বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন তারা। সেখান থেকে অপর এক ভাইয়ের শ্বশুরবাড়ি চাঁদপুরে বেড়াতে যান। সঙ্গে আদিবুর রহমানসহ অন্য ভাইয়েরাও ছিলেন। তাকে নিয়ে গোসল করতে নেমে এই দুর্ঘটনা ঘটে।তল্লাশি অভিযানে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের টিম লিডার কবির হোসেন জানান, সন্ধান না পাওয়া পর্যন্ত নদীতে তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার শান্তিধারা আশরাফিয়া মাদরাসা থেকে পবিত্র কোরআনে হাফেজি পড়া শেষ করে আদিবুর রহমান। ছয় ভাই ও এক বোনের মধ্যে আদিবুর সবার ছোট। তারা সবাই পবিত্র কোরআনের হাফেজ। তাদের বাবা মোস্তাফিজুর রহমান ওমরাহ পালন করতে বর্তমানে সৌদি আরবে আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *