জার্মানির কোলন শহরে বড় মসজিদের মাইকে প্রথম শোনা গেল আজান

জার্মানির কোলন শহরে বড় মসজিদের মাইকে প্রথম শোনা গেল আজান

জার্মানির কোলন শহরের মসজিদে প্রথমবারের মাইকে আজান দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) জুমার আজান মাইকে প্রচার হয় জার্মানির সবচেয়ে বড় মসজিদটিতে। এখন থেকে প্রতি শুক্রবারই আজান প্রচার হবে।

গত বছরই জুমার আজান দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছিলেন শহরের মেয়র হেনরিয়েট রেকার। কিন্তু এ নিয়ে বিতর্কের কারণে এর বাস্তবায়ন আটকে ছিল। গতকাল বৃহস্পতিবার কোলন শহর কর্তৃপক্ষ ও জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের সংগঠন ‘দিতিব’র মধ্যে একটি সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্য দিয়ে মাইকে জুমার আজান দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়।

কোলন শহরের এহরেনফেল্ড এলাকায় অবস্থিত কেন্দ্রীয় মসজিদটিতে প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন। আজানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে।

সূত্র: আলজাজিরা

 

সম্মানিত পাঠক, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম

Please Follow US – Halaltune.com | Facebook 

Please Subscribe US – Halal Tune Blog | Youtube

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *