তুরস্কে ইসলাম গ্রহণ করলেন এক ফরাসি নারী। আগের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন আলিফ

তুরস্কে ইসলাম গ্রহণ করলেন এক ফরাসি নারী। আগের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন আলিফ

ইসলাম গ্রহণ করলেন দুই সন্তানের মা এক ফরাসি নারী। পরে নিজের আগের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন আলিফ। তিনি আগে জেনিফার মাউস নামে পরিচিত ছিলেন।

শুক্রবার তুরস্কের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইয়োজগাতের বেলকচিহানে আলিফের ইসলাম গ্রহণ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তিনি কালিমায়ে শাহাদাত পাঠ করে ইসলামে প্রবেশ করেন। খবর আলজাজিরার।

এর আগে গত বৃহস্পতিবার ফিলিস্তিনের আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসলাম গ্রহণ করেন লিওনার্দো গ্যাস্টন হারম্যান নামে এক আর্জেন্টাইন কবি।

আর্জেন্টাইন কবির ইসলাম গ্রহণের সময় ফিলিস্তিনি কূটনীতিক মুনাজ্জিদ সালেহ সেখানে উপস্থিত ছিলেন। নওমুসলিমের কালিমা পাঠের মুহূর্তে উপস্থিত সবাই তাকবির ধ্বনি দিয়ে তাকে স্বাগত জানায়।

লিওনার্দো গ্যাস্টন হারম্যান লেখকদের একটি আন্তর্জাতিক সংস্থার প্রধান। একইসাথে তিনি ফিলিস্তিনি জনগণের সাথে দক্ষিণ আমেরিকার সংস্কৃতি ও রাজনীতির সমন্বয়কারী আরেকটি সংগঠনের প্রতিষ্ঠাতা।

তিনি ১৯৭৫ সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন। তিনি কবিতা ও সাহিত্য বিষয়ক বেশ কিছু বই লিখেছেন। গত মঙ্গলবার তিনি অধিকৃত আলকুদসে (জেরুসালেম) আসেন এবং ইসলাম গ্রহণ করলেন।

সূত্র : আলজাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *