নাশকতার আরও ৩ মামলায় মামুনুলের জামিন

নাশকতার আরও ৩ মামলায় মামুনুলের জামিন

নাশকতার আরও তিন মামলায় জামিন পেয়েছেন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক। মঙ্গলবার (৯ মে) সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় নাশকতার অভিযোগে দায়ের করা তিন মামলায় তিনি জামিন পান।

বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আবু রায়হান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।

এর আগে, গত বুধবার রাজধানীর পল্টন ও চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা পাঁচ মামলায় হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে জামিন দেন হাইকোর্ট।

পরে রোববার (৭ মে) হাইকোর্টের দেয়া দুই মামলায় মামুনুলের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

Related Articles