ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ ও শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণ মিছিল

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী বিক্ষোভ ও শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণ মিছিল

ফিলিস্তিনিদের গাজায় গণহত্যা, নৃশংস হামলা ও ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে করণীয় নির্ধারণে আজ সকালে সম্মিলিত ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ এক জরুরী বৈঠকে মিলিত হন।

ইসলামী দলসমূহের অন্যতম শীর্ষ নেতা মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে সংগঠনের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী দল সমূহের সমন্বয়ক মুফতি ড. খলিলুর রহমান মাদানী, খেলাফত আনদোলনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবুল কাসেম কাসেমী, আহকামে শরিয়া হেফাজত কমিটির সহ সভাপতি ড. মুফতি আবু ইউছুফ খান, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির মাওলানা আজীজুর রহমান আজীজ, সহ-সভাপতি ছারছীনার আরিফ বিল্লাহ সিদ্দিকী, টেকেরহাট পীর মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী, জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতি মোহাম্মদ ইয়ামিন, খেলাফতে রব্বানির মহাসচিব মাওলানা লুৎফর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, উত্তরের সভাপতি ড. মওলানা হাবিবুর রহমান, প্রিন্সিপাল শহীদ আল্লাহ, হাফেজ মাও : কাজী জালাল উদ্দিন, মাওঃ জাহিদুর রহমান, জাতীয় খতিব পরিষদের মহাসচি মুফতি কেফায়েত উল্লাহ, কওমী মুভমেন্ট এর মহাসচিব মাওলানা হাফেজ শফিকুল ইসলাম হাফেজজী, ইসলামী ঐক্য জোটের কেন্দ্রীয় নেতা মুফতি সানাউল্লাহ প্রমুখ।

বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়:-

১. ১৩ অক্টোবর সারা দেশের এবং মসজিদে মসজিদে বিক্ষোভ মিছিল করার জন্য ইমাম -খতিবদের প্রতি আহ্বান জানানো হয়।

২. ১৪ অক্টোবর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সর্বদলীয় গণমিছিল করা।

৩. এখন থেকে প্রতিদিন নিয়মিত ভাবে ফজর জামায়াতে মসজিদে মসজিদে কুনুতে নাজেলা পাঠ করার জন্য ইমামদের প্রতি অনুরোধ জানানো হয়।

বৈঠক শেষে সারা বিশ্বের মজলুম জনতার জন্য বিশেষ দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *