মসজিদুল হারামে ছয় মাসে ১০ কোটির বেশি মুসল্লি

মসজিদুল হারামে ছয় মাসে ১০ কোটির বেশি মুসল্লি

পবিত্র মসজিদুল হারামে গত ছয় মাসে ১০ কোটির বেশি মুসল্লি এসেছেন। ১৪৪৪ হিজরি সালের শুরু থেকে এই সময় মুসল্লিরা পবিত্র এই মসজিদে প্রবেশ করেছেন এবং বের হয়েছেন। এর মধ্যে ১১ লাখ ৯৩ হাজার মুসল্লি পবিত্র কাবা প্রাঙ্গণের হাজরে ইসমাইলের পাশে নামাজ পড়েছেন বলে জানিয়েছেন জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।

পবিত্র দুই মসজিদের হজ, ওমরাহ ও পর্যটন বিষয়ক গবেষণা সেন্টারের সহযোগিতায় মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ২২তম সম্মেলন শুরু হয়। দুই দিনব্যাপী হজ ও ওমরাহ বিষয়ক সায়েন্টিফিক ফোরামে সভাপতিত্ব করেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল বিন আবদুল আজিজ।

উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হজ অ্যান্ড ওমরাহ রিসার্চের পরিচালক তুর্কি বিন সুলাইমান আল-আমরো বলেন, এই সম্মেলনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও একাডেমিক বিশেষজ্ঞ গবেষকরা অংশ নেন। আল্লাহর ঘরের উদ্দেশে আগত অতিথিদের সেবায় সবার অভিজ্ঞতা ও প্রচেষ্টা তুলে ধরাই এই সম্মেলনের প্রধান লক্ষ্য। হজ ও ওমরাহ পরিষেবার ক্ষেত্রে উদ্ভাবন ও বৈজ্ঞানিক গবেষণাকে উৎসাহিত করে পারস্পরিক অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে অতিথিদের সেবা করতেই সম্মেলনটি শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *