মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের দুবাইতে গোল্ডেন ভিসার সুযোগ

মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের দুবাইতে গোল্ডেন ভিসার সুযোগ

ইমাম, প্রচারক ও ধর্মীয় গবেষকদের জন্য দীর্ঘমেয়াদী রেসিডেন্সিয়াল ও গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুবাই। সহজেই এই ভিসা পাওয়ার জন্য রয়েছে কিছু শর্ত।

শনিবার (১৫ এপ্রিল) আল আরাবিয়্যাহ নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, দুবাই এদিন সরকারিভাবে এই ঘোষণা দিয়েছে।

সরকার-চালিত দুবাই মিডিয়া অফিস ঘোষণা করেছে, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ দশকব্যাপী রেসিডেন্সি পারমিটের জন্য যোগ্য প্রার্থীদের ভিসা দেওয়ার সিদ্ধান্তটি জারি করেন।

সর্বশেষ দেওয়া তথ্য মতে মসজিদের ইমাম এবং ধর্মীয় গবেষক ছাড়াও ধর্মপ্রচারক, মুয়াজ্জিন এবং মুফতিকে এই আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই উপসাগরীয় রাজ্যে নিজেদের ভূমিকায় অন্তত ২০ বছর অতিবাহিত করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *