মসজিদে নববিতে ৮৫ লাখ রোজাদারের ইফতারির আয়োজন

মসজিদে নববিতে ৮৫ লাখ রোজাদারের ইফতারির আয়োজন

পবিত্র মসজিদে নববিতে প্রতিবছরের মতো এবারও রমজানে রোজাদারদের জন্য ইফতারির আয়োজন করতে যাচ্ছে কর্তৃপক্ষ। এবারও মসজিদটি থেকে প্রতিদিন ৮৫ লাখের বেশি রোজাদারের ইফতারি পরিবেশন করা হবে।

মসজিদের তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ উদ্যোগের কথা জানিয়েছে বলে গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়।

এতে বলা হয়, এবারের রমজানে পবিত্র মসজিদে নববিতে ৮৫ লাখের বেশি ইফতারি বিতরণ করা হবে। এ ছাড়া মুসল্লিদের মধ্যে ২৫ লাখের বেশি জমজম পানির বোতল রিতরণ করা হবে। তাই এ মসজিদে ১৮ হাজার কনটেইনার ভর্তি জমজম পানি সংগ্রহ করা হবে।

মসজিদে নববির পরিচালনা পর্ষদ সম্প্রতি পবিত্র রমজান মাসের প্রস্তুতি শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। এতে রমজানে বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লির সংখ্যা আগের চেয়ে বৃদ্ধির আশা করা হয়।

রোজাদার ও মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে-বাইরে এবং ছাদে ১০০ কোটি ৩০ লাখ বর্গমিটারের বেশি পরিমাণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করা হয়।

এ ছাড়া ইফতারি বিতরণ, নামাজের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুনিয়ন্ত্রণসহ পিক আওয়ারে ভিড় ব্যবস্থাপনা নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *