মালিবাগ জামিয়ার শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

মালিবাগ জামিয়ার শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা আবু সাবের আব্দুল্লাহ (৬০) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

বুধবার (১৭মে) সকাল সাড়ে ৭টার দিকে তিনি রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন। এরপর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়।

মাওলানা আবু সাবের আব্দুল্লাহ’র ছেলে মাওলানা মাহমুদ হাসান মাসরুর আওয়ার ইসলামকে জানান, আব্বু ভাটারার সাঈদনগরে রিকশায় ছিলেন। পেছন থেকে একটি পিকাপ এসে রিকশায় ধাক্কা দিলে তিনি আহত হন। এখন তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। অবস্থা আলহামদুলিল্লাহ ভালোর দিকে। সবার কাছে আব্বুর সুস্থতার জন্য দোয়া চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *