বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার আলোচিত দাঈ এবিত লিউ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার পর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শরিক হতে তিনি ঢাকায় এসেছেন বলে জানা যায়।
শুক্রবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায়, একটি রেললাইনে পাশে বাস করা মানুষের মাঝে খাবার বিতরণ করছেন, নিজ হাতে পথশিশুদের খাইয়ে দিচ্ছেন।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেন, ‘তাদের এই অবস্থা দেখে আমার কষ্ট লাগছে ৷ যারা রেলওয়েতে বাস করে তাদের জন্য আমরা খাবার সরবরাহ করেছি। এই শীতের সকালে তারা গরম খাবার পেয়ে খুবই খুশি৷ এখানে ছোট ছোট অনাথ শিশুও আছে। এখানকার জীবন আশ্চর্যজনক যা থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এখানে নানান প্রকৃতির মানুষ আছে এবং তারা সবাই খুব বন্ধুসুলভ।”
এর আগে বিমানে উঠে সবার দোয়া চেয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে লেখেন, “আমার জন্য দোয়া করবেন যেন আমি ঢাকা যেতে পারি।’
গত বছরের সেপ্টেম্বরে দাঈ লিউয়ের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, দীনের দাওয়াত দিতে মালয়েশিয়ার এক নাইট ক্লাবে গেছেন তিনি। একজন হুজুরকে সেখানে দেখে সবাই হতবাক হয়ে যান।
প্রসঙ্গত, দাঈ লিউ মালয়েশিয়ার একজন ইসলামি উদ্যোক্তা এবং ধর্ম প্রচারক। তার পুরো নাম এবিত ইরাওয়ান বিন ইব্রাহিম লিউ। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেন।