রমজানে ১ টাকা লাভে বিক্রি হবে ইফতার,কেনাদামে ঔষধ

রমজানে ১ টাকা লাভে বিক্রি হবে ইফতার,কেনাদামে ঔষধ

পবিত্র রমজান উপলক্ষে দুই ব্যবসায়ী ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। তাদের একজন এক টাকা লাভে বেচবেন করবেন ইফতার, অন্যজন কেনা দামে ওষুধ। চাঁদপুরের ফরিদগঞ্জে রজমাজ জুড়ে চলবে এই বেচাবিক্রি। গতকাল বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে যাত্রা শুরু হয়েছে এই দুই উদ্যোগের। তাদের এ ব্যাতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা মহিলা মাদরাসা সংলগ্ন শাহ আলম মাল রমজান উপলক্ষ্যে তার দোকান ‘মো. শাহ আলম স্টোরে’ মাত্র এক টাকা লাভে ইফতার বিক্রি করবেন। একই উপজেলার পূর্ব বালিথুবার সানকি সাইর বাজারের ওষুধ ব্যবসায়ী মোস্তফা কামাল তার ‘মায়ের দোয়া ফার্মেসি’তে কেনা দামেই ওষুধ বিক্রির ঘোষণা দিয়েছেন ও লিফলেট বিতরণ করেছেন।

শাহ আলম বলেন, বৃহস্পতিবার থেকে তিনি তার দোকানে ছোলা, খেসারি ডাল, বেসন, মুড়ি, চিড়া, খেজুর ইত্যাদি মাত্র এক টাকা লাভে বিক্রি শুরু করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি এবং ওষুধ ব্যবসায়ী গোলাম মোস্তফা এ খবর জনগণের কাছে পৌঁছে দেন। ফলে উভয়ের দোকানে রোজার পণ্য ও ওষুধ কেনার অনুরোধ বেড়েছে বলে জানান শাহ আলম ও মোস্তফা।

চাঁদপুর জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা করে এক বিবৃতিতে চাঁদপুরের সকল ব্যবসায়ীদেরকে রোজার মাসে জনস্বার্থে অতি অল্প লাভে ইফতারসামগ্রী ও অত্যাবশ্যকীয় পণ্য বিক্রি করার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *