সাভারের বলিয়াপুরে ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩৫ জন যাত্রী।
নিহতরা হলেন- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা অন্তঃসত্ত্বা পূজা সরকার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, পরমাণু শক্তি কমিশনের ইঞ্জিনিয়ার কাউসার আহম্মেদ রাব্বি ও স্টাফ বাসের চালক রাজিব হোসেন।
সাভারের ট্রাফিক পরিদর্শক আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে বলিয়াপুরের শ্যামলী পেট্রোল পাম্পের সামনে একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নেওয়ার সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক আবার বাসের সামনের অংশে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
সিসিটিভি ফুটেজ দেখুন ভিডিওতে