স্বামীর নামাজ ও ইবাদত দেখে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক জাপানিজ নারী

স্বামীর নামাজ ও ইবাদত দেখে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক জাপানিজ নারী

তুর্কি স্বামীর নামাজ ও অন্যান্য ইবাদত দেখে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চিসাতো তুর্কমেন (৩২) নামে এক জাপানিজ নারী।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) তুরস্কের কোতাহিয়া প্রদেশের দারুল ইফতায় আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন চিসাতো তুর্কমেন। এ সময় তার স্বামী ওয়টন তুর্কমেনও উপস্থিত ছিলেন।

 

তুর্কি২৪’র এক প্রতিবেদনে বলা হয়, চিসাতো তুর্কমেনের ইসলাম গ্রহণ উপলক্ষে দারুল ইফতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ওই অনুষ্ঠানে কোতাহিয়ার সহকারী প্রাদেশিক মুফতি ফয়জুল্লাহ কোজাক তাকে কালিমায়ে শাহাতাদ পাঠ করিয়ে ইসলামে দীক্ষিত করেন।

চিসাতো তুর্কমেন জানান, তিনি তার নতুন নাম নির্ধারণ করেছেন জিনান। ইসলাম গ্রহণের পর তাকে জাপানিজ ভাষায় অনুদিত একটি কুরআনে কারিম উপহার দেয়া হয়।

সূত্রঃ move2turkey.com

 

Please Follow USHalaltune.com | Facebook 

Please Subscribe USHalal Tune Blog | Youtube

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *