পটুয়াখালীতে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ শুভেচ্ছা বিতরণ

পটুয়াখালীতে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ শুভেচ্ছা বিতরণ

পটুয়াখালী পৌর শহরের সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ শুভেচ্ছা সম্মানী প্রদান করা হয়েছে। শনিবার সকালে কেন্দ্রীয় ঈদগা ময়দানে পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ শহরের ১১৫ টি মসজিদের ১১৮ জন খতিব ও ইমাম এবং ১০১ জন মুয়াজ্জিন ও খাদেমদের হাতে সম্মানীর এ অর্থ তুলে দেন।

পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘ আমাদের সমাজের সম্মানিত ব্যক্তি হচ্ছে মসজিদের খতিব, ইমাম এবং খাদেমরা। তারা সারা বছর আল্লাহ’র ঘর সমজিদে নামাজ আদায় করাণ, মসজিদের খেদমত করেন।

কিন্তু সেই অনুযায়ী তাদের খুব বেশি সম্মানী দেয়া হয় না। এ কারণে বিগত কয়েক বছর থেকেই আমি চেষ্টা করছি অন্তত ঈদুল ফিতরের আগে তাদের জন্য কিছু সম্মানির ব্যবস্থা করতে। পটুয়াখালী পৌরসভা আগামী দিন গুলোতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।মেয়র তার বক্তব্যে বিভিন্ন সমজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সন্মান জনক বেতন প্রদানের জন্য সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও স্থানীয় বৃত্তবানদের প্রতি অনুরোধ করেন।পৌরসভা সূত্র জানায় এবার প্রতিটি মসজিদের খতিব ও ইমামদের পাঁচ হাজার টাকা এবং মুয়াজ্জিন ও খাদেমদের তিন হাজার টাকা করে ঈদ শুভেচ্ছা সম্মানী প্রদান করা হয়।

কার্যক্রম সমন্বয়ক খন্দকার ফরহাদ জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানের অনান্যের মধ্যে পটুয়াখালী পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদের, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, পৌর কাউন্সিলর ফারুক মৃধা, দেলোয়ার হোসেন, নিজামুল হক সহ পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *