বৃষ্টির জন্য নবাবগঞ্জে ‘সালাতুল ইসতিসকা’ আদায়

বৃষ্টির জন্য নবাবগঞ্জে ‘সালাতুল ইসতিসকা’ আদায়

তীব্র তাপদাহে পুড়ছে নবাবগঞ্জসহ গোটা দেশ। অসহ্য গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। অনাবৃষ্টিতে নষ্ট হচ্ছে ফসল। এমন পরিস্থিতিতে ঢাকার নবাবগঞ্জের কলাকোপা এলাকায় মহান আল্লাহ তায়ালার কাছে বৃষ্টি চেয়ে ‘সালাতুল ইসতিসকা’র নামাজ আদায় ও মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার সকাল ১১টায় কলাকোপা ইমাম পরিষদের আয়োজনে সমসাবাদ গান্ধীর মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজের আগে আগত মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন কলাকোপা ইউনিয়ন ইমাম পরিষদের সভাপতি মুফতী ইব্রাহিম খলিল।

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করেন এবং তাওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবক, বৃদ্ধসহ কয়েক শতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। একনিষ্ঠ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়।

নামাজের পূর্বে সংক্ষিপ্ত বয়ানে মুফতী ইব্রাহিম খলিল বলেন, পৃথিবীর মাটি যখন শুকিয়ে যায় বা অনাবৃষ্টি ও খরা দেখা দেয় এবং কূপ ও ঝরনার পানি কমে যায় অথবা নদী শুকিয়ে যায় তখন সালাতুল ইসতিসকা আদায় করা হয়। এই নামাজ ঈদের নামাজের সময়ের মতোই। মসজিদে নয়, বরং খোলা মাঠে জামাতের সঙ্গে আদায় করতে হয়। এই নামাজে কোনো আজান বা ইকামত নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *