সৌদি আরব-নেটফ্লিক্স: ‘ইসলামি মূল্যবোধ’ অবমাননার জন্য নেটফ্লিক্সকে সতর্ক করেছে সৌদি আরব

সৌদি আরব-নেটফ্লিক্স: ‘ইসলামি মূল্যবোধ’ অবমাননার জন্য নেটফ্লিক্সকে সতর্ক করেছে সৌদি আরব

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ক্যাম্প ক্রেটাকিওয়াস’ নামে একটি অ্যানিমেশন সিরিয়ালের কিছু ক্লিপ অস্বচ্ছ করে দেখানো হয়েছে যেখানে দুজন তরুণীকে পরস্পরের প্রতি প্রেম প্রকাশ করতে এবং চুম্বন করতে দেখা যায়। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো দাবি করেছে “ইসলামি এবং সামাজিক মূল্যবোধ এবং রীতি” লঙ্ঘন বা অবমাননা করে এমন সমস্ত কন্টেন্ট নেটফ্লিক্সকে তাদের স্ট্রিমিং থেকে সরিয়ে ফেলতে হবে।

সৌদি মিডিয়া খবর দিয়েছে সৌদি আরব সহ উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল বা জিসিসি জোটের দেশগুলোর (সৌদি আরব, ইউএই, কাতার, বাহরাইন, ওমান এবং কুয়েত) মিডিয়া নিয়ন্ত্রক সংস্থাগুলো এক যৌথ বিবৃতিতে বলেছে শিশুদের জন্য তৈরি একটি সিরিয়াল সহ নেটফ্লিক্সের বেশ কিছু সাম্প্রতিক কন্টেন্টে আঞ্চলিক আইন ভঙ্গ হয়েছে।

বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।

তবে সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ক্যাম্প ক্রেটাকিওয়াস’ নামে একটি অ্যানিমেশন সিরিয়ালের কিছু ক্লিপ অস্বচ্ছ করে দেখানো হয়েছে যেখানে দুজন তরুণীকে পরস্পরের প্রতি প্রেম প্রকাশ করতে এবং চুম্বন করতে দেখা যায়।

আল একবারিয়া টেলিভিশনে বিতর্কিত ফরাসী চলচ্চিত্র কিউটিজের কিছু ফুটেজও প্রকাশ করা হয়। সেসময় টিভি স্ক্রিনের ক্যাপশনে বলা হয় নেটফ্লিক্স “চলচ্চিত্রের আড়ালে অনৈতিক বার্তা ছড়াচ্ছে যা শিশুদের সুস্থ জীবনযাপনকে হুমকিতে ফেলছে।” আল একবারিয়া টিভির ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিও রিপোর্টে অভিযোগ করা হয়েছে নেটফ্লিক্স “সমকামিতা প্রচার এবং প্রসারের” চেষ্টা করছে।

সৌদি ঐ টিভির রিপোর্টে কিছু সুপরিচিত পর্যবেক্ষকের সাক্ষাৎকার নেয়া হয় যারা একই ধরনের অভিযোগ করেন এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সৌদি কমিশন ফর অডিও ভিজুয়াল মিডিয়া এবং জিসিসি কমিটি অব ইলেকট্রনিক মিডিয়ার যৌথ বিবৃতিতে বলা হয়, “শিশুদের উদ্দেশ্য করে তৈরি কিছু কন্টেন্ট সহ বেশ কিছু কন্টেন্ট সরিয়ে ফেলতে নেটফ্লিক্সকে বলা হয়েছে। “

বিবৃতিতে বলা হয়েছে, নেটফ্লিক্স এই নির্দেশনা মানছে কিনা তা দেখা হবে, এবং যদি দেখা যায় “আইন ভঙ্গকারী কনটেন্ট প্রচার অব্যাহত রয়েছে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।”

নেটিফ্লক্সের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সৌদি আরবে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক এবং সমকামি যৌন সম্পর্ক কঠোরভাবে নিষিদ্ধ। সেদেশের ইসলামি বিধান অনুযায়ী, সমকামিতার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

লাইট ইয়ার নামে একটি অ্যানিমেশন চলচ্চিত্রে সমকামী দুজনের চুম্বনের দৃশ্য থাকার কারণে জুন মাসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে সেটি নিষিদ্ধ করা হয় বলে জানা গেছে।

গত মাসে সৌদি সরকার ইউটিউবের বিরুদ্ধেও “অনুপযুক্ত বিজ্ঞাপন” প্রচারের অভিযোগে এনে বলে এসব বিজ্ঞাপন ইসলামি মূল্যবোধকে অবমাননা করছে।

Please Follow USHalaltune.com | Facebook 

Please Subscribe USHalal Tune Blog | Youtube

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *