আমি যদি কোনদিন পথ ভুলে যাই লিরিক্স | Ami Jodi Konodin Poth Vhule Jai Lyrics | Shahabuddin Shihab

আমি যদি কোনদিন পথ ভুলে যাই লিরিক্স | Ami Jodi Konodin Poth Vhule Jai Lyrics | Shahabuddin Shihab

গানঃ আমি যদি কোন দিন পথ ভুলে যাই
শিল্পীঃ শাহাবুদ্দিন শিহাব
কথাঃ জাকির আবু জাফর
সুরঃ মশিউর রহমান

আমি যদি কোনদিন পথ ভুলে যাই
হাতছানি দিয়ে কাছে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও।২

জেনে না জেনে কত করি অপরাধ
কখনো করো না তুমি বাদ প্রতিবাদ-২
তোমার দয়ার সীমা নাই নাই নাই
তোমার দয়ার সীমা নাই নাই নাই।
সেই দয়া পেতে আজ কাঁদি আমিও।
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও।

ভুল ছাড়া জীবনে আর কী আছে
ভুল করে ফিরে আসি তোমার কাছে-২
তোমার দেয়া সেই আলোকিত পথ
যেই পথে খুঁজে পাই আসল কীমত-২
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে
আজ শুধু ফরিয়াদ তোমার কাছে
সেই পথে চলবার শক্তি দিও।
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও।ঐ

 

শাহাবুদ্দিন শিহাব এর চ্যানেল থেকে-  https://youtu.be/R8zWHSEFTN8

Related Articles