ও নদীরে | গজল লিরিক্স | ইকরা শিল্পিগোষ্টী | SADMAN SAKIB | IQRA SHILPIGOSTHI

ও নদীরে | গজল লিরিক্স | ইকরা শিল্পিগোষ্টী | SADMAN SAKIB | IQRA SHILPIGOSTHI

গজল – ও নদীরে
শিল্পী – সাদমান সাকিব
কথা ও সুর – সিয়াম আল হাসান
প্রকাশক – টিউন হাট

ও নদীরে তুই ভাংলি আমার ঘর
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর (২)
সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে (২)
করতাম কতগুনো গান তোর।
ভাংলি আমার ঘর, তুই করলি আমায় পর (২)

তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর
ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর (২)
ভাবলিনা তুই আমার কথায় হায়
অশ্রু এসে দুচোখ ভরে যায় (২)
আমিতো ভাবিনি তোকে পর।
ভাংলি আমার ঘর, তুই করলি আমায় পর (২)
ও নদীরে তুই ভাংলি আমার ঘর
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর।

আপন বলে ভেবে ছিলাম আসুক যত ঝড়
তোর কিনারে থাকবে ভালো আমার ছোট্ট ঘর (২)
কিন্তু এমন করলি কেন বল
আমার সাথে করলি বড় ছল (২)
আমি তো ভাবিনি তোকে পর।
ভাংলি আমার ঘর, তুই করলি আমায় পর (২)

ও নদীরে তুই ভাংলি আমার ঘর
তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর।
সকাল দুপুর সাজে, তোর কিনারে বসে (২)
করতাম কতগুনো গান তোর।
ভাংলি আমার ঘর, তুই করলি আমায় পর (৩)

গজলটি সরাসরি উপভোগ করতে পারেন Tune Hut এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে

Related Articles