ইসলামী সঙ্গীত “এলো খুশির বরাত”র লিরিক্স
লেখা ও সুর – আহমাদ আব্দুল্লাহ
গেয়েছেন – জাহিদ হাসান, ফজলে এলাহি সাকিব,
জিহাদুল ইসলাম, আহনাফ খালিদ ও আসাদুল্লাহিল গালিব
.

.
এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (২)
মুমিনেরই দেহে বহে খুশীর জোয়ার (২)
হবে পূণ্য রাতের মোলাকাত
এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (২)
——————————————————————-
মাসজিদে মাসজিদে খুশীর এলান,
গুণ গুণগুন গুন ঘরে তাসবীহ কোরান (২)
পাড়ায় পাড়ায় পড়ে নতুন সাড়া(২)
উপচে পড়ে প্রাণে খুশীর ধারা
হবে রবের তরে ইবাদাত
এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (২)
মুমিনেরই দেহে বহে খুশীর জোয়ার (২)
হবে পূণ্য রাতের মোলাকাত
এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (২)
————————————————————————-
রাত জেগে বন্দেগী জান্নাতী সাজ
প্রাণে প্রাণে চলে তাওহীদী রাজ (২)
পয়গাম এলো মুমিন পূন্য মাহের (২)
দীলকে বানাও রবের ইবাদাতের
যদি চাও পেতে চাও নাজাত
এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (২)
মুমিনেরই দেহে বহে খুশীর জোয়ার (২)
হবে পূণ্য রাতের মোলাকাত
এলো খুশীর বরাত নিয়ে শবে বরাত (৪)
————————————————————-
গানটির ভিডিও দেখতে পারেন কলরবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল হলি টিউনে