হাদীস শরীফে (সহীহ বোখারী, সহীহ তিরমিযি, ইমাম হাম্বলী, ইবনে কাসীর, প্রভৃতি) বর্ণিত রয়েছে, বিশেষ করে সাহাবী ক্কাআব বিন ঊজাইর (রাজি আল্লাহু তাআলা আনহু) থেকে বর্ণিত, একবার জুমার খুৎবা দেওয়ার জন্য রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখেন তখন তিনি বলেন আমীন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখেন, তিনি তখন বলেন আমীন। একইভাবে তৃতীয় সিঁড়িতে পা রেখেও বলেন, আমীন।
নামায শেষে সাহাবীরা রাসূলুল্লাহ (সাঃ) কে তিনবার অস্বাভাবিকভাবে আমীন বলার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন,
আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি, তখন জিব্রাইল (আলাইহিসসালাম) ওহী নিয়ে আসেন এবং বলেন, ধ্বংস হোক সেই ব্যক্তি, যে রমজান মাসের রোজা পেল অথচ গুনাহ মাফ করাতে পারল না। এর জবাবে আমি বললাম আমীন।
দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় জিব্রাইল (আ.) বললেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যার সামনে আপনার নাম নেওয়া হলো অথচ দরুদ শরীফ পড়ল না, জবাবে আমি বললাম আমীন।
তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলাম, জিব্রাইল (আ.) বললেন, ধ্বংস হোক, সে যে বা যারা তার মা-বাবা কিংবা উভয়ের যে কোনো একজনকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাত হাসিল করতে পারল না, জবাবে আমি বললাম আমীন।
মহান আল্লাহ্ তা’আলা আমাদেরকে এই রমজানে সকল বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক (আমিন)