দুই দিনে ৫৯জন দরিদ্র্যকে রিকশা উপহার দিলো আসসুন্নাহ ফাউন্ডেশন

দুই দিনে ৫৯জন দরিদ্র্যকে রিকশা উপহার দিলো আসসুন্নাহ ফাউন্ডেশন

যাকাতের অর্থে সারাদেশে স্বাবলম্বীকরণ প্রকল্প-২০২৩ চালু করেছে মানবিক সংগঠন আস-সুন্নাহ ফাউন্ডেশন। গত দুই দিনে সংগঠনের পক্ষ থেকে ৫৯ জন দরিদ্রকে স্বাবলম্বী করার লক্ষ্যে রিকশা প্রদান করা হয়েছে।

এর মধ্যে মঙ্গলবার (১৮ এপ্রিল) নেত্রকোনা জেলার ৮ টি উপজেলায় ৩৭ জন গরীব মানুষের হাতে ৩৭ টি রিকশা এবং বুধবার (১৯ এপ্রিল) ফেনী জেলার সকল উপজেলা থেকে যাচাই-বাছাই করে ২২ জন হতদরিদ্র মানুষকে তাদের স্বাবলম্বী হওয়ার উপকরণ রিকশা প্রদান করা হয়েছে। আসসুন্নাহ ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেইজে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। পৃথক পৃথক পোস্ট দিয়ে জানানো হয়েছে, একমাত্র যাকাতই পারে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে। যেটি আজ সর্বজনস্বীকৃত। রাসুল (সা.) বলেন,

“ইসলাম হচ্ছে এই যে, তুমি একমাত্র আল্লাহর ইবাদাত করবে, তার সাথে কোন শরীক স্থাপন করবে না, সালাত প্রতিষ্ঠা করবে, ফরয যাকাত প্রদান করবে এবং রামাদ্বান মাসে সিয়াম পালন করবে। ” [বুখারী, ১/২৭, মুসলিম, ১/৩৯]

আরও বলা হয়েছে, আলহামদুলিল্লাহ, ফেনি জেলার সকল উপজেলা থেকে যাচাই-বাছাই করে ২২ জন হতদরিদ্র মানুষকে তাদের স্বাবলম্বী হওয়ার উপকরণ রিকশা প্রদান করা হয়েছে।আর নেত্রকোণা জেলার রিকশা বিতরণের পোস্টে বলা হয়েছে, আলহামদুলিল্লাহ, নেত্রকোনা জেলার ৮ টি উপজেলায় ৩৭ জন গরীব মানুষের হাতে ৩৭ টি রিকশা তুলে দিতে পেরেছি। উল্লেখ্য যে, কয়েকটি ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে আস সুন্নাহ ফাউন্ডেশনের যাকাত ফান্ডের টাকায় সারাদেশে ২০০০ দুই হাজার রিকশা বিতরণের এই সাবলম্বীকরণ প্রকল্প চলমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *