৫ ওয়াক্ত নামাজের পর যে জিকির করলে আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন আলহামদুলিল্লাহ্‌

৫ ওয়াক্ত নামাজের পর যে জিকির করলে আপনি সরাসরি জান্নাতে যেতে পারবেন আলহামদুলিল্লাহ্‌

 

মুফতি মোস্তাকুন্নবী কাসেমী (দাঃবাঃ) একটি বয়ানে আলোচনা শুনতে আসা মুসুল্লিদের ২টি সবক শিখিয়ে দেন।

(১ )কেউ যদি প্রত্যাক নামাজের (৫ ওয়াক্ত) পরে সুবহানআল্লাহ ১০ বার, আলহামদুলিল্লাহ্‌ ১০ বার, আল্লাহু আকবর ১০ বার পড়বে আল্লাহ্‌র রাসুল (সা.) বলেন, দাখলাল জান্নাহ মানে সরাসরি জান্নাতে চলে যাবেন।

সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ্‌, আল্লাহু আকবর ১০ বার করে পড়লে সময় লাগবে মাত্র ১ মিনিট। যাকে হযরত বলেছেন ১ মিনিটে জান্নাত (সুবহানআল্লাহ)।

(২) ঘুমানোর সময় সুবহানআল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ্‌ ৩৩ বার, আল্লাহু আকবর ৩৪ বার পড়ো। আল্লাহ্‌র রাসুল (সা.) বলেন, দাখলাল জান্নাহ মানে সরাসরি জান্নাতে চলে যাবেন।

অন্য একটি হাদীসে রাসুল (সা.) এরশাদ করেন, ৫ ওয়াক্ত নামাজের পর কেউ যদি সুবহানআল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ্‌ ৩৩ বার, আল্লাহু আকবর ৩৪ বার পড়ে আল্লাহ্‌ তা’আলা তার গুনাহ গুলোকে মুছে দিবেন যত বেশি হোকনা কেন। (সুবহানআল্লাহ)

রেফারেন্স হিসেবে ভিডিও দেখুন, হুজুরের মুখ থেকে শুনুন

 

আমাদের সাথে যুক্ত থাকতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ

Related Articles