আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহন করেন এই জার্মান নারী

আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহন করেন এই জার্মান নারী

অ্যাঞ্জেলিকা কালানস্কি (৪৫)। একজন জার্মান নারী। আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন তিনি।

তার স্বামীর নাম হাকান বুজগিত (৪২)। যিনি একজন তুর্কি। স্বামীর চাকরির সূত্রে অ্যাঞ্জেলিকাও তার সাথে তুরস্কের বুরসায় বসবাস করতেন। এখানে প্রতিদিন পাঁচবেলা আজানের সুমধুর ধ্বনি কানে বাজত তার। মিসরাবি আরবি সংবাদমাধ্যম আলুকা জানায়, একসময় অ্যাঞ্জেলিকা আজানের ধ্বনিতে মুগ্ধ হয়ে পড়েন এবং সিদ্ধান্ত নেন ইসলাম গ্রহণ করবেন।

তখন স্বামীকে সাথে নিয়ে চলে আসেন বুরসার দারুল ইফতায়। সেখানের প্রাদেশিক মুফতি শায়খ মোহাম্মদ গোকতাশ তাকে কালিমায়ে শাহাদাত পাঠ করিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত করেন।

ইসলামে প্রবেশের পর অ্যাঞ্জেলিকা কালানস্কি সংকল্প করেন, এখন থেকে তিনি ইসলামী অনুশাসন মেনে জীবনযাপনকরবেন।

সূত্র : আলুকা ও মিসরাবি আরবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *