আবারো আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ ক্বারী আবু রায়হান

আবারো আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ ক্বারী আবু রায়হান

সেনেগালে অনুষ্ঠিত ১১তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ ক্বারি আবু রায়হান। এই কেরাত প্রতিযোগিতায় ৩০টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন তিনি।

প্রতিযোগিতায় প্রথম হয়ে আবু রায়হান পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ মিলিয়ন ফ্রান্ক বা ১৬ হাজার ৬০০ শত মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৯ লাখ টাকা।

সোমবার (৮ এপ্রিল) সকালে ক্বারি আবু রায়হান সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে নিজেই এই সাফল্যের কথা জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। আফ্রিকার সেনেগালের ভূমিতে লাল সবুজের বিশ্বজয়, ৩০ দেশকে পেছনে ফেলে ক্বারি আবু রায়হানের বিশ্বজয়।

ক্বারী হাফেজ আবু রায়হানের বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজারে। তিনি মুফতি আবদুল কাইয়ুম মোল্লা পরিচালিত বল্লভদী আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

আরটিভি আলোকিত কোরআন ২০১৬ সালে আবু রায়হান চ্যাম্পিয়ন হয়। তিনি আরটিভির বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের নিয়মিত অতিথি।

Related Articles

5 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • rudriyan , April 13, 2024 @ 12:55 pm

    কোরান প্রতিযোগিতা অনেক ভাল লাগে🤍

    • habibullah , April 27, 2024 @ 10:35 pm

      জুয়ের অনেক ভালো সুন্দর গজল দাও

  • Abdur Rahman , April 15, 2024 @ 9:41 pm

    Mashallah… 💗💗

  • Sajib kar , April 24, 2024 @ 3:52 pm

    আলহামদুলিল্লাহ কুরআন তেলাওয়াত করতে পারি।।।। আল্লাহ এতটুকু সামর্থ্য দিয়েছে যে ।।। কোরআন তেলাওয়াত করতে পারি এবং পাঁচ ওয়াক্ত নামাজ রোজা করতে পারি।।।। ইনশাল্লাহ যতদিন বাঁচবো আমল করে যাব।।।

  • Ratul , May 10, 2024 @ 1:06 pm

    Hlw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *