আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসুলাল্লাহ | বিরহে দিল পুড়ে ছারখার | সময়ের সেরা গজল লিরিক

আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসুলাল্লাহ | বিরহে দিল পুড়ে ছারখার | সময়ের সেরা গজল লিরিক

গজলঃ বিরহে দিল পুড়ে ছারখার
গীতিকারঃ আকরাম সারোয়ার
শিল্পীঃ আবির চৌধুরী

বিরহে দিল পুড়ে ছারখার
যে আমার ইয়া রাসুলাল্লাহ সা. (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ সা.। (২)

কতজনে দেখে তোমায়
কলিজা শীতল হয়ে যায়। (২)

আমাকে দাওনা দিদার একবার
ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ সা.। (২)

শুধু একবার দেখিতে চাই
জীবনে আরযে চাওয়া নাই। (২)
তুমি এই অসহায়েরি সহায়
ইয়া রাসুলাল্লাহ সা. (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ সা.। (২)

বিরহে দিল বেকারার জান
গোলামের জং ধরা এ প্রাণ। (২)
ওয়ারাফা’না লাকা যিকরাক
তব শান, ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ। (২)

মুলাকাতের আশা বুকে নিয়ে
মরি ধুকে ধুকে। (২)
তুমি যে শাফায়াতকারী হাশরে
ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ। (২)

নিরলে জল ঝড়ে
চোখে কাতর মহা এ অসুখে। (২)
সে রোগের শিফা তব নামেতে
ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ। (২)

হাশরের ঐ কঠিন দিনে
ভয়েরি সেই মহা ক্ষণে। (২)
আমাকে লুকিও তোমার দামানে
ইয়া রাসুলাল্লাহ সা.। (২)
আমার কেউ নেই তুমি ছাড়া
সাহারা ইয়া রাসুলাল্লাহ সা. (৫)

গজলটি সরাসরি উপভোগ করুন Abir Chowdhury এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে

Related Articles