আমি দেখিনি তোমায় গজলের লিরিক্স। কলরবের গজল। সাইদ আহমদ । মুহাম্মদ বদরুজ্জামান

আমি দেখিনি তোমায় গজলের লিরিক্স। কলরবের গজল। সাইদ আহমদ । মুহাম্মদ বদরুজ্জামান

গজলঃ আমি দেখিনি তোমায়
শিল্পীঃ মুহাম্মদ বদ্রুজ্জামান, সাইদ আহমদ,আবু রায়হান, মাহফুজ ও অন্যান্য
কথাঃ জাফর আহমেদ রাবি
সুরঃ সাইদ আহমদ

আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি ।৩
মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি ।২
আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি।

উহুদের ময়দানে রক্ত ঝরালে
দিন কায়েমের জন্য
পাথর বুকেও ফোটালে ফুল
মনুষ্য জাতি ছিলো শূন্য ।২
শত জ্বালাতন সয়েছো তুমি
সেই কাহিনী শুনে কেঁদেছি।৩
মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি ।২

দ্বারে দ্বারে ঘুরে খোদার বাণী
পৌঁছে দিয়েছো দিন রাত
চিনলো না তোমায় তায়েফবাসী
করলো যে শুধু আঘাত ।২
তোমার পায়ের পথের ধুলি
এই চোখে সুরমা দিয়েছি ।৩
মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে
তোমার প্রেমে যেন পড়েছি।২

আমি দেখিনি তোমায় চোখের তারায়
তবুও তোমায় ভালবেসেছি।৩

আমি দেখিনি তোমায় , শুনুন/দেখুন সরাসরি হলি টিউনের ইউটিউব চ্যানেল থেকে

Related Articles

3 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • Ashraful Islam , November 3, 2024 @ 5:31 pm

    গানের লিরিকের জন্য অনেক ওয়েবসাইট আছে। নাশিদের লিরিকের জন্য ওয়েবসাইট পাবো, এটা কল্পনাও করিনি। কী যেনো মনে করে গুগলে একটা নাশিদের লিরিক দেখার জন্য সার্চ করলাম, সাথে সাথে এই ওয়েবসাইট সামনে আসলো। মনটা খুশিতে ভরে গেলো।

    ওয়েবসাইট কতৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আরও কাজ করুন। আরবি-উর্দু-বাংলা সব ভাষার নাশিদের লিরিক যোগ করতে থাকুন।

    নাশিদের লিরিক দিয়ে ওয়েবসাইট সমৃদ্ধ হোক, এই কামনা। যাঝাকাল্লাহ।

    • মুহাম্মদ আবদুল্লাহ , November 4, 2024 @ 3:17 pm

      অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। পাশে থাকুন

  • Abul Bashar Muhammadun , November 20, 2024 @ 9:27 pm

    ছোট থেকেই কলরবকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি ওয়েবসাইটটা খোলার জন্য আমাদের অনেক উপকার হয়েছে তার জন্য কলরবের সকলকে ধন্যবাদধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *