আরো ১০০ টন ত্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, টার্গেট ১০০০ মেট্রিক টন

আরো ১০০ টন ত্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, টার্গেট ১০০০ মেট্রিক টন

আজ ২৩ জুন বৃহস্পতিবার সুনামগঞ্জের ২০ হাজার বন্যার্ত পরিবারের জন্য ত্রাণ পাঠিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন । বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামসুস সালেকিন, পি এস সি কমান্ডেন্ট-এর হাতে ১০০ টন ত্রাণ হস্তান্তর করেন শায়খ আহমদুল্লাহ।

এদিকে সুনামগঞ্জে প্রায় আরো ১০০ টন (৬ ট্রাক) ত্রাণ পৌঁছে গিয়েছে ইতিমধ্যে। এতে রয়েছেঃ

চাল ৫০ মেট্রিক টন, মশুর ডাল ১০ মেট্রিক টন, খেজুর ১০ মেট্রিক টন, লবণ ১০ মেট্রিক টন,ছাতু ১০ মেট্রিক টন, সয়াবিন তেল ১০ হাজার লিটার, অ্যান্টিসেপ্টিক সাবান ১০ হাজার পিস, হলুদ-মরিচ ৪০ হাজার প্যাকেট

এগুলো ১০ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে

প্রত্যেক পরিবারকে দেওয়া হবে:

১. চাল ৫ কেজি

২. খেজুর ১ কেজি

৩. মশুর ডাল ১ কেজি

৪. লবণ ১ কেজি

৫. সয়াবিন তেল ১ লিটার

৬. মশলা ২০০ গ্রাম

৭. ছাতু ১ কেজি

৮. সাবান ১টা

ত্রাণ হস্তান্তর ও সংরক্ষণের ছবিসমূহ

এগুলো জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় প্রত্যন্ত এলাকায় আস-সুন্নাহ টিম বিতরণ শুরু করবে আগামীকাল ভোর থেকে ইন-শা-আল্লাহ। শায়খ আহমদুল্লাহ এই মুহূর্তে সুনামগঞ্জে অবস্তান করছেন।

অপরদিকে আগামীকাল থেকে কুঁড়িগ্রাম, নেত্রকোণা ও বগুড়ার সারিয়াকান্দিতে ত্রাণ বিতরণ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

উল্লেখ্য,

বন্যার্তদের জন্য ৭০০ মেট্রিক টন জরুরী ত্রাণ সামগ্রী কেনার কাজ শেষ করেছেন শায়খ আহমদুল্লাহ। যা ধাপে ধাপে বিতরণ করবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

মালামালের বিবরণ:

৩০০ টন চাল, ৮০ টন খেজুর, ৬০ টন ডাল, ৬০ হাজার লিটার সয়াবিন তেল, ৬০ টন লবন

৪০ হাজার প্যাকেট হলুদ-মরিচ, ৪ টন ছাতু, ১ টন শিশুখাদ্য (গুড়ো দুধ), ২০ টন চিড়া, ৪০ হাজার লিটার পানি, ১৩.৫ টন ভূসি, ১০ হাজার মোমবাতি, ১০ হাজার পিস এন্টিসেপ্টিক সাবান, ১৮ হাজার মেডিসিন

ইত্যাদি

এই দানের পিছনে যারা যারা আছেন মহান আল্লাহ্‌ তাদের সকলের দান কবুল করুন (আমিন)

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *