আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর বাবা মো. দেলোয়ার হোসেন মারা গেছেন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর বাবা মো. দেলোয়ার হোসেন মারা গেছেন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর বাবা মো. দেলোয়ার হোসেন মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ৮ টার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শায়খ আহমাদুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয় ।

রাত ৮টা ৫৮ মিনিটে পেইজে লেখা হয় –

আমাদের প্রিয় শায়খ আহমাদুল্লাহর সম্মানিত পিতা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন মহান রবের ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন! তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ছিলেন। আপনাদের কাছে তাঁর মাগফিরাতের জন্য একান্তভাবে দোয়া কামনা করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।

শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ)-এর পিতা জনাব মোহাম্মদ দেলোয়ার সাহেবের জানাযা আগামীকাল ১৯ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ।

স্থান: লক্ষ্মীপুরের বসিকপুর, উমেদপুরবাড়ি সংলগ্ন মাঠ।

হালাল টিউন পরিবার শোকাহত। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ্‌ উনাকে জান্নাতবাসী করুন। (আমিন)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *