ইজতেমা থেকে কী নিয়ে ফিরছে ধর্মপ্রান মুসলমানরা

ইজতেমা থেকে কী নিয়ে ফিরছে ধর্মপ্রান মুসলমানরা

৫৬তম বিশ্ব ইজতেমা আজ আখেরি মুনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে৷ লাখো লাখো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে তুরাগ প্রান্তর সরব ছিলো৷ এবারের ইজতেমা ও মুনাজাতে লোকজনের উপস্থিতির রেকর্ড পূর্বে কখনো দেখা যায়নি৷

এইযে আমাদের উপস্থিতি৷ কষ্টসহ্যা এসবের পিছনে আমাদের উদ্দেশ্য কী জানা থাকতে হবে৷ শুধুই যদি ভালো লাগা থেকে আসা এমন হয় তাহলে আমরা আমাদের উদ্দেশ্য অসফলা আমাদের কষ্টসহ্য ব্যথা

এখানে আসার পিছনে আমাদের উদ্দেশ্য থাকতে হবে নিজে দীনের উপর চলা এবং অন্যকে দীনের পথে চলতে সহযোগিতা করা৷ আমরা এখানে এসেছি মুরব্বিদের থেকে দীনের কাজ করার চালিকা শক্তি অর্জন করতো দীনের কাজের পাওয়ারহাউজ থেকে সংযোগ স্থাপন করতো বিদ্যুৎ যেমন পাওয়ারহাউজের সাথে সংযোগ থাকলে অন্যদেরকে উপকৃত করতে পারে, তেমন দীনের কাজেও বড়দের সাথে সংযোগ স্থাপন থাকলে আমাদের দ্বারা অন্যরা দীনের উপকার সাধন করতে পারবে৷

বছরে একবার জমায়েত হয়৷ কিন্তু আমাদের কাজ তো মেয়াদভিত্তিক নয়া দীনের দাওয়াতের কাজ কেয়ামত পর্যন্ত চালু থাকবে৷ আমাদের কাজ করে যেতে হবে৷ মানুষদেরকে দীনের পথে আসার ফিকির করতে হবে৷ সকল মুসলমানদের মধ্যে দীনের সহিহ বুঝ কীভাবে আসবে এর পিছনে মেহনত করতে হবে৷ হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের তরিকার উপর কীভাবে সকলকে নিয়ে আসা যায় এই চেষ্টা-প্রচেষ্টা অব্যহত রাখতে হবে।

ইজতেমা থেকে আমরা এই ফিকির নিয়েই বাড়ি ফিরবো৷ বাড়ি ফিরে যেনো আমরা মুরব্বিদের বাতলে দেওয়া দিকনির্দেশনাগুলো ভুলে না যাই৷ পরস্পর ঐক্যবদ্ধ হয়ে যেনো দীনের দাওয়াতের মিশনকে সামনে এগিয়ে নিয়ে যাই। মসজিদওয়ারী কাজগুলোকে যেনো জীবিত রাখি৷ গাশতের পাবন্দি করি৷ ঘরে-বাইরে তালিম, মুজাকারা, তালকিন চালু রাখি ময়দানে আসার পর দীনের প্রতি যে দরদ অন্তরে এসেছে বাড়ি গিয়েও সেটি ধরে রাখার চেষ্টা করবো৷ অন্তরে যে পরিবর্তন এসেছে সেটিকে তাজা রাখার চেষ্টা করবো৷

এখানে আসা-বসা, কষ্টসহ্য করার দ্বারা আমাদের উদ্দেশ্য এটিই। এই উদ্দেশ্যকে যদি আমরা নিজের মধ্যে ধারন করে রাখতে পারি, তাহলেই আমাদের এখানে আসা, বসা ও কষ্টসহ্য করা সার্থকা মুরব্বিদের চেষ্টা-প্রচেষ্টা সফল৷ আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন৷ আমীন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *