ইসলামি সংগীত প্রচারের জন্য হলি টিউনকে বিশেষ সম্মাননা

ইসলামি সংগীত প্রচারের জন্য হলি টিউনকে বিশেষ সম্মাননা

ইসলামি সংগীত প্রচারে অবদান রেখে ৫০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক অর্জন করায় বিশেষ সম্মাননা পুরস্কার পেলো ইসলামি সাংস্কৃতিক সংগঠন কলরবের সংগীত প্রচারের প্লাটফর্ম হলি টিউন।

বৃহস্পতিবার (১৯ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ দ্বীনি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে হলি টিউনকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খানের হাত থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন কলরবের নির্বাহী পরিচালক সাঈদ আহমাদ, যুগ্ম নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান, কলরবের সিনিয়র শিল্পী আবু রায়হান, ইয়াসিন হায়দার, হোসাইন আদনান ও তাওহীদ জামীলসহ কলরবের শিল্পীবৃন্দ।

অনুষ্ঠানে বিগত বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা ১০ জন হাফেজে কুরআনকে সম্মাননা প্রদান করা হয়।

মাওলানা ওমর ফারুকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আগা খান মিন্টু, ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা এবং সরকারে উচ্চপদস্থ কর্মকর্তাগণ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব রুহুল আমিন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ইয়াহিয়া মাহমুদ, হাইআতুল উলয়ার কো চেয়ারম্যান সাজিদুর রহমান, জাতীয় মুফতী বোর্ডের মহাসচিব দিলাওয়ার হুসাইন, লেখক ও গবেষক উবায়দুর রহমান খান নদভী, জাতীয় হুফফাজুল কুরআনের চেয়ারম্যান শায়খ আবদুল হক ও জামিউল উলুমের মুহতামিম মাওলানা আবুল বাশার নোমানীসহ অনেকে।

আলহামদুলিল্লাহ্‌, মহা পবিত্র কোরআন ও ইসলামী সঙ্গীত এর প্রতি মানুষের ভালবাসা সত্যিই প্রশংসাযোগ্য।

সেই অনুষ্ঠানে কলরবের শিল্পীবৃন্দ একটি সঙ্গীত পরিবেশন করে সকলের মন জয় করে নিয়েছেন।

দেখুন সেই সঙ্গীতটি হলি টিউনের ইউটিউব চ্যানেল থেকে

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *