এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা গানের লিরিক | Nasheed Studio

এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা গানের লিরিক | Nasheed Studio

গান- এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
কথা ও সুর – আবুল কালাম আযাদ
শিল্পী – আবু তাহের
রেকর্ডিং স্টুডিও – নাশিদ স্টুডিও

এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানাহ
সকল গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানাহ
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা।

যে মরণ হওয়ার আগে ছারতে হবে ঘর
মরণের শুনলে কথা আপনরা হয় পর
যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই
রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়
শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না
মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা।

যে মরণ লাশ হলে কেও চায় না গোছল দিতে
আসেনা ছেলে বাবার কফিন কাঁধে নিতে
জানাজা দাফন কাফন ভাগ্যে জদিও হয়
মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়
এই পাপীদের কঠিন ইন্তেহানে ফেলো না
মালিক এই পাপীদের কঠিন ইন্তেহানে ফেলো না।

এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানাহ
সকল গুনা থেকে তোমার কাছে চাইতেছি পানাহ
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা
এমন মরন মাওলা তুমি কাওকে দিওনা।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *