ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান লিরিক্স। ঐ নীল আকাশ । Muhammad Badruzzaman । Kalarab

ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান লিরিক্স। ঐ নীল আকাশ । Muhammad Badruzzaman । Kalarab

গজল – ঐ নীল আকাশ
কথা ও সুর – আইনুদ্দিন আল আজাদ (রহঃ)
শিল্পী – মোঃ বদরুজ্জামান, রিফাত রহমান ও আহমদুল্লাহ সিয়াম
রেকর্ড ও প্রচার – হলি টিউন

ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান
তোমার গড়া এই বসুন্ধরা
তোমার গড়া এই বসুন্ধরা
সবই তো তোমার দান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান।

তুমি দিয়েছো সবুজ ভরা, মাঠ থেকে মাঠ বহুদূর
তুমি দিয়েছো পাখিরও কণ্ঠে মন মাতানো সুর
তোমার পরশে সাগর বুকে
তোমার পরশে সাগর বুকে
ঢেউয়েরি কলতান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান।

তোমার দয়াতে ঠান্ডা বাতাস, বয়ে চলে অবিরাম
তোমার করুনায় অশেষ মায়ায় আরো কত কি পেলাম
না চাহিতে দাও ছড়িয়ে
না চাহিতে দাও ছড়িয়ে
তোমার যত অনুদান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান।

ছায়া সুনিবির বন-বনানি, যাহা কিছু দেখা যায়
তুমি তো সবার মহান মালিক অন্য কেহ নয়
তাই তো আমি কন্ঠ ছেড়ে
তাই তো আমি কন্ঠ ছেড়ে
গাইতে থাকি তব গান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান
ঐ নীল আকাশ সবুজ পৃথিবী সবই তোমার দান।

ঐ নীল আকাশ সরাসরি হলি টিউনের ইউটিউব চ্যানেল থেকে

আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম

Please Follow USHalaltune.com | Facebook 

Please Subscribe USHalal Tune Blog | Youtube

Related Articles