গানঃ করতাম আমি আওয়ামীলীগ
শিল্পীঃ সাঈদ আহমাদ
কথা ও সুরঃ আঈনুদ্দিন আল আজাদ (রহঃ)
করতাম আমি আওয়ামীলীগ
এখন করি বিএনপি
আগামীতে হতে পারি যদি একজন এমপি
করতাম আমি আওয়ামীলীগ
এখন করি বিএনপি
আগামীতে হতে পারি যদি একজন এমপি
আগামীতে হতে পারি যদি একজন এমপি।
ফাইভ ফিফটি ফাইভ অথবা
পাইপ টানিবো সুখে
মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাঁদিব দেশের দুঃখে,
ফাইভ ফিফটি ফাইভ অথবা
পাইপ টানিবো সুখে
মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাঁদিব দেশের দুঃখে।
সভা সমিতিতে করতালি পাবো কেহ দিবে ফুল মালা
হয়তো বা কোন দুর্মুখ মোরে পিছনে বলিবে শালা
সভা সমিতিতে করতালি পাবো কেহ দিবে ফুল মালা
হয়তো বা কোন দুর্মুখ মোরে পিছনে বলিবে শালা।
রসের রসিক বলেই ধরেছি রাজনীতির এই গেইমটি
আগামীতে হতে পারি যদি একজন এমপি
করতাম আমি আওয়ামীলীগ
এখন করি বিএনপি
আগামীতে হতে পারি যদি একজন এমপি
আগামীতে হতে পারি যদি একজন এমপি।
মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব
উড়োজাহাজে চড়ি
ফাইভ স্টার রেস্ট বিনে বলো
কেমনে বাংলা গড়ি
মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব
উড়োজাহাজে চড়ি
ফাইভ স্টার রেস্ট বিনে বলো
কেমনে বাংলা গড়ি।
বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায়না কিছু
দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু
বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায়না কিছু
দল বদলাই যাহাদের লাগি তাহারাই লাগে পিছু।
পাবি যে তোরা স্বাধীনতার ফল লুঙ্গিটা ছেড়ে লেংটি
আগামীতে হতে পারি যদি একজন এমপি
করতাম আমি আওয়ামীলীগ
এখন করি বিএনপি
আগামীতে হতে পারি যদি একজন এমপি
আগামীতে হতে পারি যদি একজন এমপি।
দেশের স্বার্থে প্রয়োজন হলে
আবারও ছাড়িবো দল
আরেক দলে মিশিয়া নামাবো
গণতন্ত্রের ঢল,
দেশের স্বার্থে প্রয়োজন হলে
আবারও ছাড়িবো দল
আরেক দলে মিশিয়া নামাবো
গণতন্ত্রের ঢল।
ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবইতো দেশের তরে
আগামী ইলেকশনে মোরে তাই ভোট দিও দয়া করে
ছাত্রকে দিয়ে টিকাই ক্ষমতা সবইতো দেশের তরে
আগামী ইলেকশনে মোরে তাই ভোট দিও দয়া করে।
তবেই ভালবাসা পাবে দেশ পাবে দেশ প্রেমটি
আগামীতে হতে পারি যদি একজন এমপি
করতাম আমি আওয়ামীলীগ
এখন করি বিএনপি
আগামীতে হতে পারি যদি একজন এমপি
আগামীতে হতে পারি যদি একজন এমপি
আগামীতে হতে পারি যদি একজন এমপি।
সরাসরি উপভোগ করুন ইউটিউব থেকে
2 Comments