কলরবের নতুন গজল “এলো মাহে রমাদান” লিরিক্স | Elo Mahe Ramadan Lyrics | সাঈদ আহমদ | বদরুজ্জামান | রমজান ২০২৪

কলরবের নতুন গজল “এলো মাহে রমাদান” লিরিক্স | Elo Mahe Ramadan Lyrics | সাঈদ আহমদ | বদরুজ্জামান | রমজান ২০২৪

গানঃ এলো মাহে রমজান
গায়কঃ সাঈদ আহমদ ও মুহাম্মদ বদরুজ্জামান
গীতিকারঃ হোসেন নূর
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান

বুকের ঈমান শান দিয়ে নাও হাসে রোজার চান
বসরা সাজাও নেক আমলের মুমিন মুসলমান,
বুকের ঈমান শান দিয়ে নাও হাসে রোজার চান
বসরা সাজাও নেক আমলের মুমিন মুসলমান।।
শুদ্ধ দিলের খুশবো বিলাও
মামুদ প্রেমের গান গেয়ে যাও।
এলো এলো রহমতেরই ফাগুন রমাদন।
রমাদন রমাদন এলো মাহে রমাদন- (৪)

ঈমানি সুর জেগে উঠুক জীর্ণ বুখের খাঁচায়
আমল নামার পাতা ভরুক রুকু ও সেজদায়,
ঈমানি সুর জেগে উঠুক জীর্ণ বুখের খাঁচায়
আমল নামার পাতা ভরুক রুকু ও সেজদায়।।
আল কোরআনের তিলাওয়াতে
বেশি বেশি মুনাজাতে
আল কোরআনের তিলাওয়াতে
বেশি বেশি মুনাজাতে।।
রবের কাছে চাওরে গোলাম জান্নাতির আইয়াম।
রমাদন রমাদন এলো মাহে রমাদন- (৪)

বেখেয়ালি যেমন ছিল সালাত থেকে দূরে
আজকে সে মন করো রঙিন রমাদনের নূরে,
বেখেয়ালি যেমন ছিল সালাত থেকে দূরে
আজকে সে মন করো রঙিন রমাদনের নূরে।।
অনুতাপের অশ্রুজলে
ক্ষমা চাও আজ দু হাত তুলে
অনুতাপের অশ্রুজলে
ক্ষমা চাও আজ দু হাত তুলে।।
হেদায়াতের মালিক আল্লাহ্ তিনি রহমান।
রমাদন রমাদন এলো মাহে রমাদন- (৫)

 

গজলটি সরাসরি উপভোগ করতে পারেন Holy Tune এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে

Related Articles

2 Comments

Avarage Rating:
  • 0 / 10
  • আমিরুল ইসলাম , March 13, 2024 @ 7:13 pm

    খুব ই চমৎকার আলহামদুলিল্লাহ

  • Nakib , May 10, 2024 @ 8:07 pm

    Onek sundor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *