কলরবের বিপ্লবী সংগীত | জেগে ওঠো মুসলিম | গজল লিরিক্স | কলরব শিল্পীগোষ্ঠী | Jege Utho Muslim by Kalarab

কলরবের বিপ্লবী সংগীত | জেগে ওঠো মুসলিম | গজল লিরিক্স | কলরব শিল্পীগোষ্ঠী | Jege Utho Muslim by Kalarab

গানঃ জেগে উঠো মুসলিম
শিল্পীঃ মুহাম্মদ বদরুজ্জামান, আহমেদ আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, আরিফ আরিয়ান, মাহফুজুল আলম, রায়হান ফারুক, আবির হাসান, ইমরানুল ফারহান ও সালমান সাদি
গীতিকারঃ মোঃ শহীদুল হক
সুরঃ আহমেদ আবদুল্লাহ
রেকর্ড লেবেলঃ হলি টিউন স্টুডিও

চারিদিকে এত খুন জুলুমের পরেও
মুসলিম কিভাবে রয় ঘুমে,
আর মোটে দেরি নয়, জাগো জাগো মুসলিম,
চলে এসো মুক্তির সংগ্রামে। (২)

চলে এসো মাহাথির, চলে এসো সালমান,
চলে এসো বীর এরদোগান।
মজলুম জনতার ডাকে আজ সাড়া দাও,
ঐ যে ডাকে দেখো শহীদান।
নিজেরা ঘুমিয়ে থেকে, বিশ্বের পানে চেয়ে,
হবে নাকো লাভ শুধু হুংকারে।

জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।

কাঁদে দেখো মজলুম কাশ্মীর বার্মায়,
যুগ যুগ ধরে শুধু কেঁদে যায়। (২)
আর কত কাঁদবে মজলুম জনতা?
ডাকছে তোমায় আল-আকসায়।
দাও ছেড়ে সব ভয়, হও আজ নির্ভয়,
প্রতিরোধ গড়ে তোলো সবখানে।

জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।

তুমি কি ভুলে গেছো? নতুন এ বিশ্বে
মুসলমানের নেই অধিকার। (২)
যদি চাও অধিকার, হও আজ হুঁশিয়ার,
বন্ধ করো সব অবিচার।
ভুলে যাও ভেদাভেদ, গড়ে তোলো ঐক্য,
জড়ো হও সব এক কাতারে।

জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।

নাম রেখে মুসলিম, হয়ে যাবে কেন তুমি
মুনাফিক, জালিম আর ভন্ড? (২)
বাঁচতে যদি চাও, নিজেকে শোধরাও,
থেকো না আর মোটে অন্ধ।
নিজেকে বদলাও, আল্লাহর দয়া চাও,
জয় হবে আল্লার রহমাতে।

জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।

হও আজ প্রস্তুত মাহদীর জন্য,
দাজ্জাল ঠেকাতে হবেই হবে। (২)
নেই কোন হতাশা, বিশ্বের সব খানে
ইসলাম বিজয়ী হবেই হবে।
ভয় নেই, ভয় নেই, জেগে ওঠো মুসলিম,
জীবন ফিরে পাবে কোরবানে।

জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।

হও যদি মুসলিম, কখনো ভুলো না
আল্লাহ রাসূলের নির্দেশ। (২)
কোরআন হাদিসের পথ যদি ছেড়ে দাও,
হয়ে যাবে একদম নিঃশেষ।
হতে যদি চাও ফের বিশ্ববিজয়ী,
এসো ফিরে সঠিক ইসলামে।

জেগে ওঠো জেগে ওঠো মুসলিম রণঝংকারে,
জেগে ওঠো জেগে ওঠো মুসলিম সবে তাকবীরে।

গজলটি সরাসরি উপভোগ করতে পারেন Holy Tune এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে

Related Articles