কলরবের শিশুশিল্পীদের রমজানের গজল | এলো মাহে রমজান | লিরিক

কলরবের শিশুশিল্পীদের রমজানের গজল | এলো মাহে রমজান | লিরিক

কলরবের শিশুশিল্পীদের রমজানের গজল | এলো মাহে রমজান

গীতিকারঃ সাঈদ উসমান
সুরঃ মুহাম্মদ বদরুজ্জামান
গেয়েছেন: জাহিদ, সাকিব, গালিব, খালিদ, মামুন, নাসরুল্লাহ ও নাঈম

রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান (২ বার)

ঈমানের রঙে রাঙাও হে ভাই
ঈমানের রঙে রাঙাও হে ভাই
তোমার এ দিল বাগান

রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান (২ বার)

ইবাদাতের মাসে সবাই
পুণ্য করো সঞ্চয়
প্রভুর কাছে কেঁদে কেঁদে
করো প্রভুর মন জয় (২ বার)

তোমার তরে মহান প্রভু
তোমার তরে মহান প্রভু
বেহেস্তকে সাজান

রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান (২ বার)

রোজা রাখ পড়ো তারাবি
করো তেলাওয়াত
জান্নাতেরই নূরে নূরে করো
তোমারই দিল আবাদ (২ বার)

মাফ চেয়ে নাও প্রভুর কাছে
মাফ চেয়ে নাও প্রভুর কাছে
শোন ক্ষমার আজান

রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান (২ বার)

তওবা করো তবেই পাবে
পাক ঈমানের স্বাদ
শেষ দশকের ইতিকাফে
খোঁজো কদরের রাত (২ বার)

রমজানে যে না পায় ক্ষমা
রমজানে যে না পায় ক্ষমা
সেই তো নাদান

রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান (২ বার)

ঈমানের রঙে রাঙাও হে ভাই
ঈমানের রঙে রাঙাও হে ভাই
তোমার এ দিলবাগান

রমজান এলো রমজান এলো
এলো মাহে রমজান (২ বার)

গজলটি সরাসরি হলি টিউন থেকে শেয়ার করা হল

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *