গানঃ শাহে মদিনা
গীতিকারঃ সাইফ সিরাজ
সুরঃ আহমেদ আবদুল্লাহ
শিল্পীঃ সাঈদ আহমদ, মুহাম্মদ বদরুজ্জামান,
আবু রায়হান, ইয়াসিন হায়দার, আহমদ আবদুল্লাহ প্রমুখ।
সাল্লি আ’লা ইয়া মোহাম্মদ ইয়া শাহে মাদিনা
ইয়া মুজতবা ইয়া মুস্তফা তাজদারে মাদিনা
সাল্লি আ’লা ইয়া মোহাম্মদ ইয়া শাহে মদিনা
ইয়া মুজতবা ইয়া মুস্তফা তাজদার মদিনা।২
নবীজির প্রিয় হতে, অবিরত করে যাই সাধনা
নবীজির প্রিয় হতে, অবিরত করে যাই সাধনা
তব নামে ফিদা হবে এই শুধু হৃদয়ের কামনা।
নির্জনে কবিতাতে, হেঁসে উঠে সুদূরের মাদিনা
সারা রাত পাঠ করে দিল শুধু দরূদের সাবিনা।
সাল্লি আ’লা ইয়া মোহাম্মদ ইয়া শাহে মদিনা
ইয়া মুজতবা ইয়া মুস্তফা তাজদারে মাদিনা
সাল্লি আ’লা ইয়া মোহাম্মদ ইয়া শাহে মদিনা
ইয়া মুজতবা ইয়া মুস্তফা তাজদারে মাদিনা।
এ হৃদয়ে তুমি চির সাধনা
তুমি নাবী জীবনেরই বাসনা
ফাগুনের ফুল আমি জানিনা জানিনা
ফাগুনের ফুল আমি জানিনা জানিনা
তুমি ছাড়া প্রিয় মানিনা মানিনা
সাল্লি আ’লা ইয়া মোহাম্মদ ইয়া শাহে মদিনা
ইয়া মুজতবা ইয়া মুস্তফা তাজদারে মাদিনা
সাল্লি আ’লা ইয়া মোহাম্মদ ইয়া শাহে মদিনা
ইয়া মুজতবা ইয়া মুস্তফা তাজদারে মাদিনা।
দুনিয়ার গুলশানে, রকমারি যত ফুল দেখেছি
দুনিয়ার গুলশানে, রকমারি যত ফুল দেখেছি
সবচেয়ে সুন্দর আমি নবী তোমাকে পেয়েছি।
মাবুদের সৃষ্টিতে সেরা তুমি সেই কথা জেনেছি
মাবুদের সৃষ্টিতে সেরা তুমি সেই কথা জেনেছি
তাইতো তব নাম নিয়ে শত সুরে শত গান গেয়েছি।
দিদারের বৃষ্টিতে ভাসে যেন মাদিনার সাফিনা।
সাল্লি আ’লা ইয়া মোহাম্মদ ইয়া শাহে মদিনা
ইয়া মুজতবা ইয়া মুস্তফা তাজদারে মাদিনা
সাল্লি আ’লা ইয়া মোহাম্মদ ইয়া শাহে মদিনা
ইয়া মুজতবা ইয়া মুস্তফা তাজদারে মাদিনা।
তুমি ছাড়া ভালোবাসি না বাসিনা
প্রাণ জুড়ে রাখি না কাউকে রাখি না
পেতে চাই শুধু যে মাদিনা মাদিনা
পেতে চাই শুধু যে মাদিনা মাদিনা
নেমে আসা রহমের সাকিনা সাকিনা।
সাল্লি আ’লা ইয়া মোহাম্মদ ইয়া শাহে মদিনা
ইয়া মুজতবা ইয়া মুস্তফা তাজদারে মাদিনা
সাল্লি আ’লা ইয়া মোহাম্মদ ইয়া শাহে মদিনা
ইয়া মুজতবা ইয়া মুস্তফা তাজদারে মাদিনা।৪
5 Comments