গজল – খুঁটিহীন নীল আকাশ
কথা ও সুর – শামীম মজুমদার
কন্ঠ – শিশুশিল্পী সুহাইল মাহমুদ
রেকর্ড – ইসলাম ও লাইফ
ঐ খুঁটিহীন নীল আকাশ ভূবন মাঝে
তুমি কুদরতি ইশারায় রেখেছো,
এই শ্যামল পৃথিবীর চিত্রখানী
তুমি নিপুণ তোমার হাতে একেঁছো।
ওগো আল্লাহ, শোকর তোমার
আমারে যে মুসলিম করেছো ।।
তুমি সাগরের বুকে দিলে কান্না
তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা ।।
আজ নিশিরাতের ঐ দূর নীলিমায়
আজ নিশিরাতের ঐ দূর নীলিমায়
তুমি আলোর প্রদীপখানী জ্বেলেছো।
ওগো আল্লাহ শোকর তোমার
আমারে যে মুসলিম করেছো ।।
তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ
গাইতে এ দুনিয়ায় তোমারি গান ।।
এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম
এই দুনিয়ার বুকে যারে দিয়াছো জনম
তার মরণ খাতায় নাম লিখেছো।
ওগো আল্লাহ শোকর তোমার
আমারে যে মুসলিম করেছো ।।
ভিডিও সরাসরি Islam and Life ইউটিউব চ্যানেল থেকে