গড়েছ তুমি এই পৃথিবী জাহান গজলের লিরিক্স। Sayed Ahmad। কলরবের গজল

গড়েছ তুমি এই পৃথিবী জাহান গজলের লিরিক্স। Sayed Ahmad। কলরবের গজল

গজলঃ গড়েছো তুমি এই পৃথিবী জাহান 
শিল্পীঃ সাইদ আহমদ, সালমান সাদি, আবির হাসান, রিফাত ও সিফাত
কথা ও সুরঃ কাউছার আহমদ সুহাইল

গড়েছো তুমি এই পৃথিবী জাহান
তুমি অসীম তুমি মহান।২
তুমি পৃথিবীর পালনকারী
তুমি প্রভু বিশ্ব জামি।
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি।২

এই পৃথিবীর পাড়ায় পাড়ায়
দূর আকাশের তারায় তারায়।২
আঁখি দুটি মোর যায় হারিয়ে
হৃদয় ছড়ায় তার অনুভতি।
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি।২

এই পৃথিবীর বিশালতায়
ঐ পাহাড়ের ঝর্ণা ধারায়।২
আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে
হৃদয়ে তোমার ছবি আঁকি।
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি।২

গড়েছো তুমি এই পৃথিবী জাহান
তুমি অসীম তুমি মহান।২
তুমি পৃথিবীর পালনকারী
তুমি প্রভু বিশ্ব জামি।
আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি।২

আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি
আমি তোমার প্রেমের কবিতা লিখি…

গড়েছো তুমি এই পৃথিবী জাহান , শুনুন/দেখুন সরাসরি হলি টিউনের ইউটিউব চ্যানেল থেকে

Related Articles