গাজায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি

গাজায় নারী ও শিশুসহ নিহতের সংখ্যা দুই হাজারের কাছাকাছি

গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৮০০ ছাড়িয়েছে। এর মধ্যে ৫০০ শিশু ও প্রায় ৩০০ নারী নিহতের খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে টানা সপ্তম দিনের মতো গোলাবর্ষণ জারি রাখা ইসরায়েল স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়ে গাজার প্রায় অর্ধেক অঞ্চল ২৪ ঘন্টার মধ্যে খালি করতে বলেছে।

৮ অক্টোবর শুরু হওয়া সংঘাতে উল্লেখযোগ্য সংখ্যক নারী, শিশু, বেসামরিক মানুষসহ অনেক বিদেশি নিহত হয়েছেন। এই তালিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিদেশি ১১ চিকিৎসাকর্মীও রয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, এপর্যন্ত সেখানে নিহতের সংখ্যা এক হাজার তিনশ’ ছাড়িয়েছে।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ছাড়াও আহত ছয় হাজারের কাছাকাছি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ২৫ জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে তিন লাখ রিজার্ভ সেনাকে সাথে নিয়ে গাজায় স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। এজন্য প্রায় ১১ লাখ অধিবাসীকে নিরাপদ আশ্রয়ে যাবার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনা সদর।

সূত্রঃ আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *