গাজীপুরের মাদরাসা মারকাযুন নুরে ইসলামী মহাসম্মেলন ১৮ সেপ্টেম্বর

গাজীপুরের মাদরাসা মারকাযুন নুরে ইসলামী মহাসম্মেলন ১৮ সেপ্টেম্বর

গাজীপুরের মাদরাসা মারকাযুন নুরের উদ্যোগে আগামী ১৮ সেপ্টেম্বর রবিবার একটি ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। ৭ সালা দস্তারবন্দী উপলক্ষে ওই দিন বাদ আসর জেলার বোর্ড বাজারের বটতলা রোড (মৃধা বাড়ি) রতন মিয়ার নতুন বাড়ি সংলগ্ন মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ শাহাজাদা মৃধার সভাপতিত্বে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করবেন রাজধানীর মিরপুরে অবস্থিত মুসলিম বাজার মাদরাসার মুহতামিম আল্লামা আব্দুল ওয়াহীদ কাসেমী।

আমন্ত্রিত আলোচক হিসাবে আলোচনা পেশ করবেন মারকাযুত তারবিয়াহ-বাংলাদেশ এর মুহতামিম ‘সুলতানুল ওয়ায়েজীন খ্যাত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা), মুফতী ওয়ালীউল্লাহ (রামপুরা, ঢাকা), মুফতী উবাইদুর রহমান হুজাইফী, মুফতী আব্দুল্লাহ সালেহী হাফি ও মুফতী আবিদ আল আহসান।

এছাড়াও প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর সিটির ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ আব্দুল্লাহ আল মামুন মন্ডল।

মাদরাসার পরিচালক, মুফতি রিজওয়ান রফিকী মাহফিল সফল করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে আপনাকে স্বাগতম

Please Follow USHalaltune.com | Facebook 

Please Subscribe USHalal Tune Blog | Youtube

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *