ছবিতে যেটি দেখছেন এটি কি হতে পারে জানেন কি?

ছবিতে যেটি দেখছেন এটি কি হতে পারে জানেন কি?

ছবিতে যেটি দেখছেন এটি কি হতে পারে জানেন কি?

ছবিটি দেখে মনে হতেই পারে হয়তো কোনো পাহাড় এর সুড়ঙ্গ অথবা গুহা তাই না ? মোটেও এটা তেমন কিছু না।

এটি হলো আপনার আমার শরীরে ইঞ্জেকশন সূঁচের ক্ষত, ইংরেজীতে এটাকে Needle Puncture বলা হয়। এক্ষেত্রে ইলেকট্রনিক টেলিস্কোপের সাহায্যে ছবিটি কয়েক লক্ষ গুন ZOOM করে, Highly Magnified প্রযুক্তির মাধ্যমে দেখানো হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে আপনার আমার চামড়া ঠিক যেনো মাটির কোনো এবড়ো-থেবড়ো দেওয়াল আর নিডল পাংচার ঠিক যেনো সেই দেওয়ালে অবস্থিত একটি গুহার মতো। ছবিটি দেখে সঙ্গে সঙ্গে এই আয়াত মনে পড়ে গেলো, মহান আল্লাহ বলেন..

وَلَقَدْ خَلَقْنَا الإِنسَانَ مِن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ

অনুবাদঃ আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কাদার শুকনো ঠনঠনে মাটি দ্বারা। (সূরা হিজর আয়াত ২৬)

তাই বলে কি তিনি আমাদেরকে সুন্দর করেন নি ? অবশ্যই সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন।

আল্লাহ বলেন.. لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ  

অনুবাদঃ অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।(সুরা আত ত্বীন আয়াত ৪) তিনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন ?

তা হলে জেনে নেন আল্লাহ বলেন..

وَ مَا خَلَقۡتُ الۡجِنَّ وَ الۡاِنۡسَ اِلَّا لِیَعۡبُدُوۡنِ

অনুবাদঃ আর জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদাত করবে। (সুরা আয যারিয়াত আয়াত ৫৬)

মহান আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ ও হেদায়েত দান করুন।

ছবি সংক্রান্ত তথ্যসূত্রঃ ইন্টারনেট – SCIENCE PHOTO LIBRARY

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *